ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সপ্তম দিন আজ শনিবার আগামী ৯ এপ্রিলের টিকিট বিক্রি চলছে। এদিন অনলাইনে ছাড়ার প্রথম ঘণ্টাতেই পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৭৭০টি টিকেটের মধ্যে ১৪ হাজার টিকেট বিক্রি হয়ে গেছে। শনিবার সহজ ডটকমের চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ পশ্চিমাঞ্চলের টিকিট পেতে রেল সেবা অ্যাপে প্রথম আধা ঘণ্টাতেই (সকাল ৮টা থেকে সাড়ে ৮টা) হিট পড়ে ১ কোটি ২৩ লাখ। গড়ে একটি পেতে চেষ্টা করেছেন ৮৩২ জন। অন্যদিকে পূর্বাঞ্চলের টিকিট রেল সেবা অ্যাপে দুপুর দুইটা থেকে বিক্রি শুরু হবে। আজ পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬টি টিকিট বিক্রি হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
0 Comments
Your Comment