‘আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সারা দেশের অসচ্ছল নারীদের সচ্ছল করতে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করছি। প্রতিটি জেলায়ই সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। বর্তমানে ৪০টির মতো সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু আছে। এখানে প্রশিক্ষণ নেওয়া দরিদ্র অসচ্ছল নারীদের প্রশিক্ষণ শেষে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার দিচ্ছি। এই সেলাই মেশিনটি দিয়ে তাঁরা তাঁদের সংসারের সচ্ছলতা আনতে পারবেন। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় সারা দেশে আমরা এই কাজগুলো করছি।’ জয়পুরহাটে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দরিদ্র প্রশিক্ষিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে কথাগুলো বলছিলেন দেশ বরেণ্য কথাসাহিত্যিক, বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠাতা ও কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক আয়োজনে ৪০ অসচ্ছল নারীর মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন আরো বলেন, “বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা আমাদের নিজস্ব ভবন তৈরি করব। সেখানে প্রশিক্ষণকেন্দ্র থাকবে, স্কুল থাকবে, পাঠাগার থাকবে এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থাকবে। এগুলো সবই আমরা মানুষের কল্যাণের জন্য করছি। বসুন্ধরা গ্রুপের স্লোগান হচ্ছে, ‘দেশ ও মানুষের কল্যাণে’। আমরা সেই কাজগুলোই করতে চাই। আমরা মানুষের পাশে থাকতে চাই।” বিনামূল্যে দীর্ঘ পাঁচ মাস প্রশিক্ষণ নেওয়ার পর বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন পেয়ে খুশি ক্ষেতলাল উপজেলার রোয়াইর গ্রামের মোর্শেদা বেগম, পৌর সদরের দীঘিপাড়া মহল্লার স্বপ্না আক্তার, পাইকপাড়ার আফরোজা বেগম, মছনদাইল গ্রামের লিমা খাতুনসহ ২০ অসচ্ছল নারী। তাঁদের স্বামীরা কেউ ভ্যানচালক, কেউ দিনমজুর আবার কেউ বা দোকানের কর্মচারী। স্বামীর স্বল্প আয় দিয়ে তাঁদের দিন কাটে অনাহারে-অর্ধাহারে। প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেয়ে প্রত্যেকেই সেলাইয়ের কাজ করে স্বামীর পাশে দাঁড়াতে চান। এমন সুযোগ করে দেওয়ার জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা। একইভাবে পাঁচবিবি উপজেলার ২০ নারীর হাতেও ওই দিন তুলে দেওয়া হয় সেলাই মেশিন। তাঁদেরই একজন পাঁচবিবির বাজিতপুর গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সন্তান সুমিতা তির্কী।
0 Comments
Your Comment