বরিশাল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার চরমোনাই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন রিপন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ে তার নির্বাচনি সভা ছিল। সভার পাশে উচ্চ শব্দে মাইক বাজিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছিল। সভা শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। এ সময় তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন এবং নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় রিপনের কর্মীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার পর থেকে রিপন ও তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ ছাড়া নুরুল ইসলাম তাদের নির্বাচনি অফিসে আগুন দিয়ে প্রতিপক্ষ (ট্রাক প্রতীক) কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করতে পারেন বলেও আশঙ্কা করেন তিনি। এর আগেও কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মো. সালাহউদ্দিন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ বরাবর অস্বীকার করে আসছেন সদর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক। স্বতন্ত্র প্রার্থী আলোচনায় আসতে এবং সহানুভূতি পেতে মিথ্যা অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।
0 Comments
Your Comment