বসছেন দল সরকার শ্রমিক নেতা ও সুশীল সমাজের সঙ্গে

তিন দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। গতকাল সকালে ঢাকা আসার পর থেকেই তারা ব্যস্ত সময় কাটিয়েছেন। ধাপে ধাপে বৈঠক করছেন রাজনৈতিক দল, সুশীলসমাজ ও শ্রমিকনেতাদের সঙ্গে। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, প্রতিনিধি দলটি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক বন্ধন শক্তিশালী করার উপায়, চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয়ের স্বার্থোন্নয়নে পারস্পরিক দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। আজ পররাষ্ট্র সচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও সাক্ষাৎ করবেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে কঠোর অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর এটাই প্রথম উচ্চ পর্যায়ের সফর। এ প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবাচার, ইউএসএইডের সহকারী প্রশাসক ও এশিয়া ব্যুরো মাইকেল শিফার এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। এর আগে গত বছরের ১৬ অক্টোবর ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সে সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন তিনি। ঢাকা পৌঁছানোর পর আফরিন আখতারসহ মার্কিন প্রতিনিধিরা গতকাল দুপুরের পর পরই রাজধানীর গুলশানে একটি হোটেলে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি নেতাদের সঙ্গে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতা ছিলেন ছিলেন বৈঠকে। ছিলেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও।

0 Comments

Your Comment