বিকেলে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ

রাজধানীতে শান্তি ও গণতন্ত্র সমাবেশ করার মধ্য দিয়ে আজ থেকে রাজপথে আবারো সক্রিয় হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বিকাল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেছে। জানা গেছে, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে আওয়ামী লীগ। এরপর আর মাঠের কর্মসূচিতে দেখা যায়নি। আজ থেকে আবার মাঠে সক্রিয় হচ্ছে ক্ষমতাসীন দলটির নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

0 Comments

Your Comment