মাগুরার দুটি উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। এ নির্বাচনে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাগুরা সদরে ১২০টি ও শ্রীপুর উপজেলায় ৫৭টি কেন্দ্র ১২৪৪টি বুথে ভোটগ্রহণ চলছে। সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩২৩৫০৬ জন ও শ্রীপুর উপজেলায় ১৪৯৬৫২ জন। নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রে ১৬ জন পুলিশ সদস্যসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছেন। একই সাথে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া র্যাব ও বিজিবি সদস্যরা টহলরত আছে। প্রতিটি ইউনিয়নে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতিটি উপজেলায় ২ জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
0 Comments
Your Comment