দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক চলছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে সংস্থাটির আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে ইসির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।
0 Comments
Your Comment