দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৭ যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে বেশ বেকায়দায় পড়তে হয় ২৬৮ যাত্রীকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের স্টেশন ম্যানেজার মোহাম্মদ ছলিম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর বুধবার দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায় ফ্লাইটটি।
0 Comments
Your Comment