লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে কাজ করছে পুলিশ: এসএমপি কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান বলেছেন, দুর্বৃত্তরা থানা ও পুলিশ ফাঁড়িতে আগুন দিয়েছে। পুলিশের গাড়ি পুড়িয়েছে। এসএমপির সবকটি থানা ও পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্র ও সরঞ্জামাদি লুট হয়েছে। পুড়ে গেছে অনেক নথিপত্র। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধারে পুলিশ কাজ করছে। রবিবার দুপুরে এসএমপির বন্দরবাজার, লামাবাজার ও সোবহানীঘাট ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশ কমিশনার। পুলিশের অস্ত্র ও সরঞ্জামাদি যারা লুট করেছেন তাদেরকে ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এসএমপি কমিশনার বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ছয়টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই পুলিশের সকল সেবাদান কার্যক্রম পুনরায় চালু হবে। ইতিমধ্যে সিলেটের থানাগুলোতে অফিসাররা যোগদান করেছেন। বাকিরাও খুব দ্রুত কর্মস্থলে ফিরবেন। এসএসপি কমিশনার মো. জাকির খান আরও বলেন, এখনো পুলিশের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ক্ষতির পরিমাণ অনেক। তবে এটা নির্ধারণে অনেক সময় লাগবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট রেঞ্জের আওতাধীন ৩৯টি ও মেট্রোপলিটন এলাকার ৬টি থানা এবং ৩টি ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

0 Comments

Your Comment