শরিকরা কত আসন পাচ্ছেন জানা যেতে পারে আজ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক দলের আটজন জনপ্রতিনিধি বর্তমান সংসদে আছেন। দ্বাদশ জাতীয় সংসদে তারা আওয়ামী লীগের কাছে দাবি করবেন ২৫ আসন। এ নিয়ে সমঝোতার জন্য আজ সোমবার সন্ধ্যা ৬টায় গণভবনে জোট প্রধান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন শরিক দলের নেতারা। আর এই বৈঠকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলো ঠিক কতটি আসনে ছাড় পাচ্ছেন তা জানা যাবে আজ। তবে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিসহ মিত্র অন্যান্য দলগুলোর সঙ্গে সমঝোতা হবে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪-দলীয় জোটের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী জোট প্রধান শেখ হাসিনা। বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। ছিল মহাজোটও। বিগত নির্বাচনগুলোতে নৌকা প্রতীকে নির্বাচনের নিশ্চয়তা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। তবে এবার এ ক্ষেত্রে শুরু থেকেই কৌশলী অবস্থানে ছিল আওয়ামী লীগ। ১৪-দলীয় জোটগতভাবে নির্বাচনের কথা বলে এলেও এবার শরিকদের সঙ্গে সমঝোতা ছাড়াই নির্বাচনি মাঠে নেমেছে দলটি। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই দলীয় প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পার হলেও আসন বণ্টন করেনি দলটি। এটি নিয়ে রাজনীতিক মহলে চলছে নানা আলোচনা। শরিকদের মধ্যেও আছে চাপা ক্ষোভ। এর আগে জোটের একাধিক বৈঠকে আগে-ভাগেই আসন ভাগাভাগির দাবি ছিল জোট শরিকদের। তাদের যুক্তি ছিল- আসন ভাগাভাগির বিষয়গুলো আগে চূড়ান্ত হলে তাদের দলের প্রার্থীদের ভোটের প্রস্তুতি নিতে সুবিধা হতো। এ ছাড়া সংশ্লিষ্ট আসনের স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তাদের সমন্বয় করতেও সুবিধা হতো।

0 Comments

Your Comment