বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদা দাবি করলে বা বিশেষ সুবিধা চাইলে তাদের ধরে পুলিশের হাতে তুলে দিন। গতকাল বিকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ নাগরিকদেন উদ্দেশে এ আহ্বান জানান। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, স্পেশালাইসড কেয়ার ইউনিটের আওতায় আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। বেসরকারি হাসপাতালগুলোতেও বিনা খরচে আহতরা চিকিৎসার সুযোগ পাবেন। তিনি বলেন, ঢাকা মেডিকেলের অবস্থা ফিলিস্তিনের রাফা ক্যাম্পের মতো। এ সময় তিনি জানান ৯০ দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলা সম্ভব বলে স্বাস্থ্য অধিদপ্তর আশ্বাস দিয়েছে। তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। এ সময় উন্নয়নের নামে হাজার কোটি টাকা লোপাট হয়েছে। কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর হাসপাতালে চলতে দেওয়া হবে না। রাজনৈতিক বলয় ও লালফিতার দৌরাত্ম্য শেষ করা হবে।
0 Comments
Your Comment