সোমবার চট্টগ্রাম পৌঁছাবে এমভি আবদুল্লাহ

সোমালিয়ান দস্যুদের কবলে পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ আগামী সোমবার চট্টগ্রাম বহিনোঙরে পৌঁছাবে। শনিবার জাহাজটি বঙ্গোপসাগরে প্রবেশ করে। বর্তমান তা চট্টগ্রাম বন্দরের অভিমুখে অগ্রসর হচ্ছে। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘আরব আমিরাত থেকে চুনাপাথর নিয়ে রওনা দেয়া জাহাজ আবদুল্লাহ, বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আগামী সোমবার সন্ধ্যা কিংবা রাতে চট্টগ্রাম বহিনোঙরে পৌঁছানোর কথা রয়েছে।’ জানা যায়, গত ২৭ এপ্রিল আরব আমিরাত থেকে ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে রওনা দেয় আবদুল্লাহ। এরআগে গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো থেকে কয়লা নিয়ে আবর আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। ১৪ এপ্রিল ভোররাতে জাহাজটি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়।

0 Comments

Your Comment