আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা প্রার্থীদের সম্পদ বিবরণী নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। সম্পদ বিবরণীতে প্রায় সব প্রার্র্থীরই সম্পদ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার তথ্য মিলেছে। অধিকাংশ মন্ত্রী-এমপির সম্পদ অস্বাভাবিক বাড়লেও কারও কারও সম্পদ আগের চেয়ে কমেছে। আমাদের জেলা প্রতিনিধিরা আগের বছরের সঙ্গে এবারের সম্পদ বিবরণী বিশ্লেষণ করে পাঠিয়েছেন। যশোর : যশোর-৫ আসনের এমপি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সম্পদ গত ১০ বছরে বেড়েছে পাঁচ গুণেরও বেশি। একই সময়ে স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের সম্পদ তিন গুণ আর ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের সম্পদ ২৮ গুণ বেড়েছে। তবে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীর সম্পদ বাড়ার পাশাপাশি দায়-দেনাও বেড়েছে। হলফনামা অনুযায়ী, স্বপন ভট্টাচার্যের ৫ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে ৪৫ লাখ ৯৬ হাজার টাকার স্থাবর ও ৪ কোটি ৯০ লাখ ৫২ হাজার টাকার অস্থাবর সম্পদ। দশম নির্বাচনের হলফনামা অনুযায়ী তখন তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদ ছিল ৯৪ লাখ ৮৭ হাজার টাকার। এ সময়ে তার দায় বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ। ১০ বছর আগে তার ঋণ ছিল ৬০ লাখ ৫৫ হাজার টাকা। বর্তমানে তার ঋণ ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা। ১০ বছর আগে ব্যাংকে ৩ লাখ ২৮ হাজার টাকা থাকলেও বর্তমানে স্বপন ভট্টাচার্যের ব্যাংকে জমা আছে ৩ কোটি ৬৯ লাখ ৯২ হাজার টাকা। এদিকে স্ত্রী সন্তানের সম্পদও বেড়েছে অস্বাভাবিক। ১০ বছর আগে স্বপন ভট্টাচার্যের স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের সম্পদ ছিল ১ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকার। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪ কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা। তবে বিনিয়োগের বিপরীতে তার দেনা আছে ১ কোটি টাকা। স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের ১০ বছর আগে সম্পদ ছিল ১১ লাখ ৪৯ হাজার টাকার। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৩ কোটি ২৫ লাখ ৭৬ হাজার টাকার।
0 Comments
Your Comment