সড়ক হকারমুক্ত করতে সিসিকের তৎপরতা

সিলেট মহানগরীকে ফুটপাত, সড়ক হকারমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদে তৎপরতা অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। তৎপরতার অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৪টার দিকে মহানগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে ‘রুটিন ওয়ার্ক’ কার্যক্রম চালানো হয়। এসময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি সরে যেতে বলা হয়। এই তৎপরতাকে সিটি কর্পোরেশনের ‘রুটিন ওয়ার্ক’ বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ। সরকার পতনের পর মেয়রের পদ থেকে অপসারণ হন আনোয়ারুজ্জামান চৌধুরী। অনেকটা স্থবির হয়ে পড়ে নগরভবনের কার্যক্রম। এমন পরিস্থিতিতে শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান (লালদীঘিরপাড় অস্থায়ী হকার মার্কেট) ছেড়ে ফের রাস্তায় বসে পড়েন। এতে তৈরী হয় রাস্তায় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এমন পরিস্থিতে সিসিকের প্রশাসকের দায়িত্ব পান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। এরপর থেকেই গতি আসে সিসিকের কার্যক্রমে। শুরু হয় ফুটপাত ও সড়ক হকারমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের তৎপরতা।

0 Comments

Your Comment