হবিগঞ্জে ২৫ লাখ টাকার ভারতীয় জিরা-পার্সিমন ফল জব্দ

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে এক হাজার ৫৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০০ কেজি পার্সিমন ফল জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৪০ হাজার টাকা। বুধবার (১৬ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্তর এলাকা দিয়ে একটি চোরাচালান যাচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে আগ থেকেই তৎপর ছিল তারা। চোরাচালানের ভারতীয় পণ্যভর্তি মিনি ট্রাকটি মুক্তিযুদ্ধ চত্বরে পৌঁছামাত্র সেটি জব্দ করা হয়। যদিও এসময় কাউকে আটক করা যায়নি। মালামাল জব্দের পর সেগুলো হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

0 Comments

Your Comment