দীর্ঘ পাঁচ মাস ধরে হাসপাতালে চিকিৎসার পর আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বিকালে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার শিডিউল রয়েছে। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৯ আগস্ট রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন।
0 Comments
Your Comment