হেফাজতের মহাসমাবেশ স্থগিত

আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ডাকা মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। গত ৮ ডিসেম্বর বাইতুল মোকাররম এর উত্তর গেইটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইদিন সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নীতিনির্ধারণী ফোরামের মুরুব্বিরা দেশের চলমান অবস্থা বিবেচনা করে আপাতত উক্ত মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

0 Comments

Your Comment