২৬ বছর পর মুক্তি পেলেন সেই নাছির

দীর্ঘ ২৬ বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নাছির উদ্দিন চৌধুরী প্রকাশ ওরফে শিবির নাছির। রবিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে বের হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম। নাছিরের আইনজীবী অ্যাডভোকেট মনজুরুল হক আনসারী জানান, নাছির যখন গ্রেফতার হয়েছিলেন, তখন তার বিরুদ্ধে ৩৬টি মামলা ছিল। তার মধ্যে তিনটি মামলা চলমান রয়েছে। দুইটি মামলায় কারাদণ্ড হয়েছিল, সেটার সাজা শেষ হয়েছে। দীর্ঘ প্রায় ২৬ বছরের বেশি সময় পর তিনি জামিনে মুক্তি পেলেন।

0 Comments

Your Comment