৮ লাখ মামলা ঝুলছে পাঁচ বছরের বেশি

২০১৭ সালের ১১ ডিসেম্বর রাজধানীর বাড্ডার আফতাবনগরে নিজ ফ্ল্যাটে হত্যার শিকার হন ও-লেভেল পড়ুয়া মনজিল হক। হত্যাকান্ডের পর তার চাচা ফারুক মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেন। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে উঠে আসে মনজিলের সৎ মা লায়লা ইয়াসমিন লিপি ও মামলার বাদী মনজিলের চাচা ফারুক মিয়া ওই হত্যাকান্ডের মূল হোতা। সম্পত্তির লোভেই মনজিলকে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের প্রায় সাত বছর পার হলেও শেষ হয়নি মামলার বিচার। শুধু মনজিল হত্যা মামলাই নয়, দেশের অধস্তন আদালতে পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে প্রায় ৮ লাখ মামলা। আইনজ্ঞরা বলছেন, বিচারক স্বল্পতার পাশাপাশি আইনের ত্রুটি, সাক্ষী হাজির না হওয়াই মামলাজটের অন্যতম কারণ। এসব সমস্যা দ্রুত দূর করে পুরনো মামলা নিষ্পত্তিতে নিতে হবে বিশেষ ব্যবস্থা। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী বিগত ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত দেশের সব অধস্তন আদালতে পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলা ছিল ৭ লাখ ৯৭ হাজার ৬১টি। এর মধ্যে ৪ লাখ ৮০ হাজার ১১৫টি দেওয়ানি এবং ৩ লাখ ১৬ হাজার ৯৪৬টি ফৌজদারি মামলা রয়েছে। এ সময় সারা দেশের সব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৪২ লাখ ১৮ হাজার ৮৭৫টি। এর মধ্যে উচ্চ আদালতের উভয় বিভাগে বিচারাধীন মামলা ৫ লাখ ৪৩ হাজার ৪৯৭টি এবং অধস্তন আদালতে ৩৬ লাখ ৭৫ হাজার ৯৭৮টি মামলা ছিল। এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দায়িত্ব নিয়েই পুরনো মামলা দ্রুত নিষ্পিত্তিতে ৮ বিভাগের জন্য পৃথক আটটি মনিটরিং সেল গঠন করেছিলেন। প্রতি বিভাগেরে দায়িত্ব দেওয়া হয়েছিল হাই কোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে। বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব নিয়ে এই মনিটরিং সেলগুলো পুনর্গঠন করে বড় বিভাগগুলোর জন্য হাই কোর্ট বিভাগের দুজন করে বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন। তিনি বলেন, মনিটরিং সেল মামলাজট নিরসনে কাজ করছে। বিশেষ করে ৫-১০ বছরের পুরনো মামলার তালিকা করে সংশ্লিষ্ট জেলাগুলোকে ওইসব মামলায় বিশেষ গুরুত্ব দিয়ে নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, পাঁচ বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা দেওয়ানি মামলাসমূহের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১ লাখ ১২ হাজার ৩০৯টি মামলা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭২ হাজার ৭৯টি, রাজশাহী বিভাগে ৬৫ হাজার ৩৮৫টি, খুলনা বিভাগে ৮৭ হাজার ১৯৪টি, বরিশাল বিভাগে ৪৩ হাজার ৬৪৪টি, সিলেট বিভাগে ১৮ হাজার ৭৩৮টি, রংপুর বিভাগে ১৮ হাজার ৪৫৭টি এবং ময়মনসিংহ বিভাগে ৬২ হাজার ৩০৯টি দেওয়ানি মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে বিচারাধীন রয়েছে।

0 Comments

Your Comment