৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশে সংঘাতের ঘটনায় রমনা ও পল্টন থানার ৯ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন আইন অনুসারে গ্রহণ করে তা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা রিটের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন। ৯টির মধ্যে পল্টন থানার ছয়টি এবং রমনা থানার তিনটি মামলা রয়েছে। আইনজীবী সগীর হোসেন লিওন জানান, সিএমএম আদালতে ১০ মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে রিট আবেদন করা হয়। কিন্তু আদালত আবেদনগুলো গ্রহণ করেনি। এ কারণে জামিন আবেদনগুলো গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট করা হয়েছিল। এর মধ্যে এক মামলায় আজকে গ্রেফতার দেখানো হয়েছে। তাই বাকি ৯ মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন আইন অনুসারে গ্রহণ করে নিষ্পত্তি করতে সিএমএম আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় ওইদিনই রমনা থানায় দায়ের করা মামলায় রাত ৮টার দিকে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার জামিন আবেদন উচ্চ আদালতে বিচারাধীন।

0 Comments

Your Comment