দেশে ২৪ ঘণ্টায় ৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ছয়জন ভর্তি হয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সিটি করপোরেশনে বাইরে দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন রয়েছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুজন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এক হাজার ৫০৭ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত ১ হাজার ৬১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ হাজার ২৫ জন পুরুষ ও ৫৯১ জন নারী। একই সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১ জনের। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।

0 Comments

Your Comment