দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুই জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরের মোট ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ভর্তি রোগীদের একজন ঢাকা মহানগরের ও একজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৭ জনে। শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১৯ জন এবং ঢাকার বাইরে এ সংখ্যা ২৫।
0 Comments
Your Comment