আন্তর্জাতিক নারী দিবসে নোয়াখালীতে কারাতে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। এসময় তিনি শিশু কিশোরী ও তরুণীদের হাতে গাছের চারাও তুলে দেন। এই উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি ফাহিদা সুলতানার সভাপতিত্বে শুক্রবার বিকেলে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এই সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার কাউন্সিলর পলাশ, এ্যাথলেটিক্স কোচ সুমিতা রানী, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বাসব সরকার, নোয়াখালী প্লেস ক্লাবের যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, পৌর আওয়ামী লীগ নেতা রাজীব, বেলায়েত হোসেন রয়েল, কারাতে প্রশিক্ষক সাবিহা জাহান, ইয়াসমিন আক্তার ও নাদিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
1 Comments
uqyUMzEPB
Web Developer
Your Comment