প্রতি বছরের মতো এবারও ‘বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনী’ (বাফা) ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বাংলা নতুন বছর-১৪৩১ কে বরণের উৎসব করলো। ২০ এপ্রিল নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীর ‘লেথাম রিজ স্কুল’ চত্বর এবং অডিটরিয়ামে জমে উঠেছিল বাঙালিদের প্রাণের উৎসব ‘বৈশাখবরণ’ অনুষ্ঠানটি। চমৎকার আবহাওয়ায় সকাল থেকেই সংগঠনের নারী-পুরুষ এবং শিশুদের নির্দিষ্ট বৈশাখী বাঙালিয়ানা পোশাকে বাফাকর্মী ও কমিউনিটির নানা পেশার বিপুলসংখ্যক বাঙালির আগমন ঘটে। নিবন্ধন, কুশল বিনিময়, আলোকচিত্র ধারণ, বিভিন্ন স্টলে কেনাবেচা এবং বৈশাখী সাজসজ্জার ব্যস্ততায় যেন এক টুকরো বাংলাদেশ প্রজ্জ্বলিত হয়ে উঠেছিল স্কুল প্রাঙ্গনে।
0 Comments
Your Comment