কঠোর পরিশ্রমের জন্য জাপানিরা বিশ্বে পরিণত হয়েছে মডেল হিসেবে। সেই জাপানে পড়তে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা একেকজন হয়ে উঠেছেন কাজের রোবট। দৈনিক গড়ে ১৮ ঘণ্টা পরিশ্রম করেই বাংলাদেশি শিক্ষার্থীরা জোগান দেন বিশাল অঙ্কের টিউশন ফিসহ অন্যান্য খাতের বার্ষিক খরচের ৪০ লাখ ইয়েন। শুধু তাই নয়, নিজের খরচ মেটানোর পাশাপাশি তারা দেশে পরিবার-পরিজনের জন্যও পাঠান মোটা অঙ্কের অর্থ। জাপানের রাজধানী টোকিওর একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন বাংলাদেশি শিক্ষার্থী আরিফ হোসেন। পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করেন। তিনি বলেন, ‘নিজের খরচের পাশাপাশি দেশেও পরিবারের জন্য টাকা পাঠাতে হয়। তাই ছাত্রদের জন্য সরকার নির্ধারিত কর্মঘণ্টার চেয়ে কয়েক গুণ বেশি কাজ করতে হয় আমাকে। অতিরিক্ত আয় করতে বৃহস্পতিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত টানা কাজ করি। টানা কাজ করার পর না ঘুমিয়েই বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে হয়। শুরুতে আমার কষ্ট হলেও এখন তা জীবনের অংশই হয়ে গেছে।’ জাপানে বাংলাদেশি প্রবাসী রয়েছেন ৩০ হাজারের মতো; যার মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৮ হাজার। বেশির ভাগই পড়াশোনা করেন টোকিও এবং ওসাকায়। জাপান ব্যয়বহুল দেশ হওয়ায় বাংলাদেশ থেকে পড়তে যাওয়া শিক্ষার্থীদের টিউশন ফি, খাবার, যাতায়াত ও অন্যান্য খাতে বছরে ৩৫ থেকে ৪০ লাখ ইয়েন ব্যয় করতে হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাবদ বছরে দিতে হয় ৮ থেকে ১০ লাখ ইয়েন।,,
0 Comments
Your Comment