মুক্তিযুদ্ধের চেতনায় সকল কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকারে অভিষিক্ত হলেন যুক্তরাষ্ট্রস্থ শেরপুর জেলা সমিতির কর্মকর্তারা। ২৮ ডিসেম্বর বর্ণাঢ্য এ অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে আলো ঝলমল একটি পার্টি হলে। শের আলী গাজীর স্মৃতি বিজড়িত শেরপুর জেলার সর্বস্তরের প্রবাসীর সাথে নতুন প্রজন্মের উচ্ছ্বল উপস্থিতি গোটা আয়োজনে ভিন্ন মাত্রা এনেছিল। প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণা তিথির নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ছোট্টমণি আর্শি রাবিয়া পবিত্র কোরআন থেকে পাঠ করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা (বাংলাদেশের সাবেক অতিরিক্ত সচিব) এ কে এম বদরুল মজিদ। তিনি নতুন কমিটির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। ২০২৪-২০২৫ সালের জন্য নির্বাচিত এ কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি-মনিরুজ্জামান চঞ্চল, সহ-সভাপতি মো. বাবুল মিয়া এবং তাহমিনা খানম বিউটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, ক্রীড়া সম্পাদক মো. ওসমান গনি, প্রচার সম্পাদক সাব্বির আহমেদ, সাহিত্য ও সাংস্কতিক সম্পাদক মহিবুল আলম মিশু, দপ্তর সম্পাদক মো. রেজওয়ান, আপ্যায়ন সম্পাদক জিয়াউল হক জিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা জেসমিন এবং নির্বাহী সদস্যরা হলেন মো. আবু তালেব, ইঞ্জিনিয়ার খন্দকার এ রউফ উজ্জ্বল, ওসমান গণি, জসিম মিয়া এবং মনিরুজ্জামান। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন শাহ মাসুক শরিফ, নুরুল আলম হুমায়ূন, এ কে এম রবি খান এবং সাব্বির মিয়া।
0 Comments
Your Comment