মুন্সিগঞ্জে চাচাকে গুলি করে হত্যা, নিউইয়র্কে গ্রেফতার ভাতিজা

সম্পত্তি গ্রাস করার অভিপ্রায়ে বাংলাদেশের মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় শুলপুর গ্রামে ৭২ বছর বয়সী চাচা মাইকেল রোজারিওকে গুলি করে হত্যা মামলায় নিউইয়র্কে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি আমেরিকান জেনেট রোজারিও (৫২)। নিউইয়র্কে এফবিআই ৪ এপ্রিল তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, মাইকেল রোজারিও-ও যুক্তরাষ্ট্রের সিটিজেন ছিলেন। চাচা-ভাতিজা উভয়েই ব্রঙ্কসে বাস করতেন। যুক্তরাষ্ট্র বিচার বিভাগের অপরাধ দপ্তরের প্রধান প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিকোল এম আরজেন্টিয়ারি এ প্রসঙ্গে জানান, মুন্সিগঞ্জে দায়েরকৃত মামলা অনুযায়ী খুন হওয়া ব্যক্তি এবং অভিযুক্ত ব্যক্তি উভয়েই যুক্তরাষ্ট্রের সিটিজেন। যখন একজন আমেরিকান আরেকজন আমেরিকানকে হত্যা করে, সেটি যেখানেই হোক না কেন, ঘাতককে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি ভোগ করতেই হবে। অপরাধ তদন্তকারি সংস্থা এই হত্যা মামলার সরেজমিনে তদন্ত শেষে যথাযথ আইনী প্রক্রিয়া অবলম্বনে বদ্ধ পরিকর। সে আলোকেই নিউইয়র্ক এবং লসএঞ্জেলেসের এফবিআই কর্মকর্তারা বাংলাদেশে গিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির গতিবিধি অবলোকনের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতায় নিউইয়র্কে এনে ৪ এপ্রিল গ্রেফতার দেখিয়ে সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়।

0 Comments

Your Comment

Related stories

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news