চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় তাকে হত্যা করা হয়। এই হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে হিন্দু ও মুসলিম, বৌদ্ধ সহ সবার সমান অংশগ্রহণ ছিল। জুলাই বিপ্লব পরবর্তী মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারায় ছিল। আজকের এই কর্মসূচি উগ্রবাদী ইসকন সম্প্রদায়ের বিরুদ্ধে, অন্য কোন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। হিন্দু ও ইসকন সম্প্রদায়কে আমরা আলাদা চোখে দেখি। আমরা ভাই হত্যার বিচার চাই। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
0 Comments
Your Comment