সিলেটে আবাসিক হোটেল থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে নারীসহ আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকালে মহানগরের লালবাজার এলাকার হোটেল আল-জালাল থেকে এ দুজনকে আটক করা হয়। আজমল হোসেন সেলিম নামের ওই নেতা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জানা যায়, তিনি পরকীয়া প্রেমিকাকে নিয়ে হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া করে অসামাজিক কার্যকলাকে লিপ্ত ছিলেন। খবর পেয়ে পুলিশ বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে ওই নারীসহ সেলিমকে আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক জানান- ওই হোটেলে অসামাজিক কাজ হচ্ছে এমন খবর পেয়ে বিকাল তিনটার দিকে পুলিশ অভিযান চালিয়ে নারীসহ আওয়ামী লীগ নেতা সেলিমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
0 Comments
Your Comment