টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের উত্তরপাশের কামারপাড়া সড়কে তাবলিগের শুরায়ী নেজামের আহ্বানে গতকাল উলামা-মাশায়েখ ও তাওহিদি জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মাওলানা মামুনুল হক বলেছেন, ‘ইজতেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী ও জিএমপির কমিশনার নাজমুল করিম খান আওয়ামী লীগের দোসর। তাদের অপসারণ করতে হবে।’ বিকালে উলামা-মাশায়েখ ও তাওহিদি জনতার ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ‘সরকারি সিদ্ধান্ত মেনে আমরা ইজতেমা ময়দানে আছি। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে দায় ওই দুজনকে নিতে হবে।’ সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি আমানুল হক, মুফতি ফজলুল করিম কাসেমী, মাওলানা মাসউদুল করিম প্রমুখ। এর আগে, মাওলানা সাদকে নিয়ে জোড় ইজতেমা করার দাবিতে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন মাওলানা সা’দ অনুসারীরা। এ সময়, ১৬ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দাবি পূরণ না হলে ১৭ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লাখ লাখ মুসল্লি নিয়ে অবস্থান ও ধর্মঘটের ঘোষণা দেন তারা।
0 Comments
Your Comment