কলাপাড়ায় ক্রেতাদের তোপের মুখে কমলো দুধের দাম

পটুয়াখালীর কলাপাড়ায় ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে দুধ বিক্রি করছিলেন বিক্রেতারা। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে এই দুধ বিক্রি হতো ৮০ টাকা কিংবা ১০০ টাকায়। দুধের দাম বাড়ার কারণ জানতে চাইলে বিক্রেতারা যুক্তিসংগত কোন কারণ বলতে পারেনি। সোমবার সকালে বাজারে দুধ কিনতে আসা ক্রেতারা ক্ষিপ্ত হয়ে বিক্রেতাদের ওপর চড়াও হয়। এ সময় ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়ে গেলে তাদের তোপের মুখে দুধ ফের ১০০ টাকা দরে কেজি দরে বিক্রি করতে শুরু করেন। দুধ ক্রেতা নাহিদুল হক বলেন, রোজা শুরু হওয়ার আগে ৮০ টাকা কেজি দরে দুধ কিনতাম। এখন সেই দুধ ১৫০ টাকায় কিনতে হয়েছে। অন্য ক্রেতা হারুন বলেন, মাত্র কদিন আগেও ৮০ কিংবা ১০০ টাকায় দুধ বিক্রি হয়েছে। এখন সে দুধ প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন। তবে বিক্রেতাদের ভাষ্যমতে বর্তমানে দুধের চাহিদা বেশি, তাই দাম বেশি বলে জানান।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news