কুমিল্লার বুড়িচং সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। ৬০ বিজিবি, সুলতানপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন। আটক আরিফুল ইসলাম (২১) ভারতের ত্রিপুরার কলমচুড়া থানার নগর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সুলতানপুর ব্যাটালিয়নের অধীন শংকুচাইল বিওপির টহলদলের সদস্যরা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী হায়দ্রাবাদ এলাকায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক যুবককে আটক করেন। তিনি জানান, পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি কাজের উদ্দেশ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন।
0 Comments
Your Comment