খুলনায় ট্রেনে পাথর নিক্ষেপ

ঢাকা থেকে খুলনায় আসার পথে নকশীকাঁথা ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি গ্লাস ভেঙে গেছে। বুধবার পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত বাইজিদ ইসলাম সাদ নামের ছয় বছরের এক শিশুকে শনাক্ত করে। সে খালিশপুর নয়াবাটি মোড় রেলওয়ে বস্তিতে থাকে। পাথর নিক্ষেপকারী শিশু হওয়ায় তাকে ও তার বাবা-মাকে সতর্ক করা হয়। এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নয়াবাটি মোড় এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। রেলওয়ে খুলনা জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রেনটি ঢাকা থেকে খুলনা স্টেশনে আসার পথে ওই স্থানে কে বা কারা পাথর মেরে ট্রেনের একটি গ্লাস ভেঙে ফেলে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে রেলওয়ে পুুলিশ অভিযান চালিয়ে ছয় বছরের এক শিশুকে শনাক্ত করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শিশুটিকে মুচলেকা মূলে তার পিতার জিম্মায় দেওয়া হয়। একই সাথে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে এজন্য সকলকে সতর্ক করা হয়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news