ভারতে আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা। সোমবার রাত সাড়ে ৯টায় তারা শামসুর রহমান রোডে বিক্ষোভ মিছিল করে। পরে ভারতের সহকারী হাই কমিশনার অফিস ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী বাধা দেয়। এ সময় ইসকন ও ভারত বিরোধী স্লোগান দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালানো হয়েছে। তার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। স্বৈরাচারের দালালরা আর কিছুই করতে পারবে না। কর্মসূচিতে বক্তব্য দেন জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম, রাফসান, মিনহাজুল ইসলাম।
0 Comments
Your Comment