গাছে উঠে লাফ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে পরিবারের সঙ্গে অভিমান করে নিজের পেটে ছুরিকাঘাত করে আহত হন। পরে গাছে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম সাখাওয়াত হোসেন (৫৫)। তবে তার পরিবার জানায়, তিনি মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে সাখাওয়াতের নিজ বাড়িতে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, মৃত সাখাওয়াত দীর্ঘদিন ধরে খুবই হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি শুক্রবার বিকেলে বাড়িতে নিজের পেটে ছুরিকাঘাত করলে আহত হন। পরে তার পরিবারের লোকজন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে রেখে দেন। এরপর সন্ধ্যায় তিনি বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ির পাশে গাছে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news