গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় দুইটি কাভার্ডভ্যানের গতিরোধ করে পেট্টোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দু’টি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে কাভার্ডভ্যান দুইটির গতিরোধ করে এবং পেট্টোল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুইটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, অবরোধ সমর্থকরা দুইটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

1 Comments

hLUCRpBVmNdHSck
hLUCRpBVmNdHSck

Web Developer

kJQKmHgjdZhRuNX

Your Comment