গোপালগঞ্জে নকল মেহেদি কারখানা, জরিমানা ৬০ হাজার টাকা

ঈদকে সামনে রেখে গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার সর্দি গ্রামে নকল মেহেদি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মেহেদি বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই নকল মেহেদি কারখানায় অভিযান চালিয়ে ওই কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নকল মেহেদি তৈরির মালামাল ধ্বংস করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জ অফিসের সহকারী পরিচালক শামীম হাসান জানান, আগামী ঈদকে সামনে রেখে মুকসদপুর উপজেলার দিগনগর সর্দি গ্রামে অবস্থিত মেসার্স নুর কসমেটিকসের মালিক মো. নিরু মিয়া কারখানায় বিভিন্ন নামী দামী কোম্পানীর মোড়কে নকল মেহেদি তৈরী করে মজুদ করছিল। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে কারখানার সন্ধান পাওয়া যায় এবং কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news