গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি বাসের ধাক্কায় ছকু শেখ (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন এবং নিলুফা বেগম (৩৩) নামে এক নারী যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা তানভীর শাহ মহিলা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ছকু শেখ দক্ষিণ ফুকরা গ্রামের আমির শেখের ছেলে। আহত নিলুফা বেগমকে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আবুল হাসেম মজুমদার জানান, ছকু শেখ ভ্যানে করে ফুকরা থেকে মিল্টন বাজার যাচ্ছিলেন। ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহনের একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছকু শেখ মারা যান এবং নিলুফা বেগম গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওসি মজুমদার আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
0 Comments
Your Comment