গোপালগঞ্জে ভাবির লাঠির আঘাত দেবর নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাবির লাঠির আঘাতে আ. রহমান মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের বারেক মোল্লার ছেলে আ. রহমান মোল্লার সাথে তার বড় ভাইয়ের স্ত্রী ও ভাইপোদের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে শনিবার (০২ ডিসেম্বর)বিকেলে ঝগড়ার এক পর্যায়ে ভাবি মর্জিনা বেগম বাঁশের লাঠি দিয়ে দেবরকে মাথায় আঘাত করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রবিবার (০২ ডিসেম্বর) ভোরে তিনি মারা যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান,পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি।

0 Comments

Your Comment