গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র মোল্যা (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তীব্র মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাঠাদুরো গ্রামের মিন্টু মোল্যার ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসাপাড়া এলাকার মামা সাইমন চৌধুরীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। তিনি শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের ব্যাচেলর অব বিজনেস ষ্ট্যাডিজে (বিবিএস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওসি মো. আনিচুর রহমান জানান, মোটরসাইকেলে করে নাহিম চৌধুরীকে নিয়ে গোবরা মামার বাড়ি যাচ্ছিলেন তীব্র। মোটরসাইকেলটি শহরের এলজিইডি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা খায়। এতে তীব্র ও নাহিম মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত ডাক্তার তীব্রকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত নাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, নিহতের মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news