চট্টগ্রাম নগরের কদমতলী এলাকার রেল লাইনের রেল গেইটে দুটি ইঞ্জিন ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মো. ফারুক নামে একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। মো. ফারুক রেলের পাহাড়তলী লোকোসেডের লোকোমাস্টার এবং রেলওয়ে শ্রমিক কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ইঞ্জিন ট্রেনের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাহাড়িকা ইঞ্জিন ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রেলের লোকো মাস্টার মো. ফারুক আহত হয়ে জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দুটি ইঞ্জিন ট্রেন মুখোমুখি সংঘর্ষ হলে লোকো মাস্টার ফারুক আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তার জ্ঞান ফিরছে। চিকিৎসাও চলছে।
0 Comments
Your Comment