চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকায় সংঘর্ষে মো. বেলাল নামে একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে খুলশি থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, নিজেদের মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। তবে কার সাথে কার সংঘর্ষ হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। নিহতের বিস্তারিত পরিচয় খুঁজে বের করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। বিস্তারিত তথ্য পেতে আরও সময় লাগবে। স্থানীয় সূত্রে জানা গেছে, পহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরনের অনুসারীরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়লে মারামারিতে বেলালের মৃত্যু হয়।
0 Comments
Your Comment