চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বৃহস্পতিবার (০১ আগস্ট) কারফিউ শিথিল থাকবে ১৬ ঘন্টা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। গত ২৮ জুলাই (রবিবার) কারফিউ শিথিলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ বৃহস্পতিবারও কারফিউ ১৬ ঘণ্টা শিথিল থাকবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে।
0 Comments
Your Comment