চট্টগ্রামে বেশি দামে পণ্য বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া বাজারে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নির্বাহী অফিসার হিমাদ্রী খীসার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। উপজেলার নির্বাহী অফিসার বলেন, বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে কানুনগোপাড়া বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় চারজন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওই ব্যবসায়ীরা তালিকায় পিঁয়াজের মূল্য ১০০ টাকা লিখলেও ক্রেতাদের কাছ থেকে দাম নিচ্ছিলেন ১১০-১১৫ টাকা।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news