চট্টগ্রামে গত এক বছরে ভোটার বেড়েছে এক লাখ ১০ হাজার ৮৭৫ জন। শনিবার (২ মার্চ) ভোটার দিবস উপলক্ষে চট্টগ্রামের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। নতুন যুক্ত হওয়া ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৬৮৭ জন এবং নারী ভোটার বেড়েছে ৩৬ হাজার ১৮৪ জন। নির্বাচন কমিশন সূত্র জানায়, নতুন যুক্ত হওয়া ভোটারসহ বর্তমানে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৬৪ লাখ ২৫ হাজার ২৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩৩ লাখ ৬৪ হাজার ২৭৭ জন। নারী ভোটার ৩০ লাখ ৬০ হাজার ৯৩৩ জন।
0 Comments
Your Comment