চট্টগ্রামে শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার পেলেন পাঁচ নারী

সমাজ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় চট্টগ্রামে পাঁচ নারীকে ‘শ্রেষ্ঠ জয়ীতা পুরষ্কার-২০২৪’ দিয়ে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার (৯ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স রুমে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সফল নারীদের উত্তরীয় পরিয়ে হাতে ক্রেষ্ট তুলে দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন। এসময় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতার পুরষ্কার তুলে দেয়া হয় ট্রাই নারী ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আইরিন নেছা মুনুমুনকে। নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য লাভলী মজুমদার, সফল জননী হিসেবে চেমন আরা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জননের জন্য ডা. রওশন আক্তার এবং অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নিগার শারমিন শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার গ্রহণ করেন। মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও অধিদপ্তরের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি) শ্রীমা চাকমা, অধিদপ্তরের প্রাক্তন উপপরিচালক মাধবী বড়ুয়া, হোসনে আরা বেগম, নারী উন্নয়ন কর্মী জেসমিন সুলতানা পারু, উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিষনের প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও, প্রত্যাশীর সহকারী পরিচালক মো. সেলিম বক্তব্য রাখেন।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news