চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারদিনের নবজাতক চুরি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে হাসপাতালের ৩২নং ওয়ার্ডের এনআইসিউর ৩১নং কেবিন থেকে এ চুরির ঘটনা ঘটে। নবজাতকটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লইবার পাড়ার মো. নোমানের পুত্র। নবজাতকের নিকটতম আত্মীয় শিবলী নোমান জানান, বাচ্চা এবং বাচ্চার মাকে আলাদাভাবে ওয়ার্ডে রাখা হয়। মঙ্গলবার সকাল সাতটার দিকে নবজাতকের নানি তাকে ৩৩ নম্বর ওয়ার্ডে তার মায়ের কাছে নিয়ে যান এবং আটটার দিকে আবার এনআইসিউতে নিয়ে যান। এরপর ৯টার দিকে নবজাতককে দেখতে চাইলেও ওয়ার্ডের আনসার সদস্যরা দেখতে দেননি। দুপুর দুইটায় আসার জন্য স্বজনদের জানান আনসার সদস্যরা। তিনি আরও বলেন, দুইটার সময় এনআইসিউতে গিয়ে নবজাতককে দেখতে না পেয়ে বিষয়টি হাসপাতালের সংশ্লিষ্টদের জানানো হয়। তারা সিসি ক্যামেরাসহ নানা বিষয় দেখার অজুহাতে সময় কালক্ষেপণ করে। দীর্ঘ কয়েক ঘণ্টা পরও কোনও সুরাহা না হওয়ায় থানায় জানানো হয়। এনআইসিউতে কোনও শিশু প্রবেশ ও বাহিরে নিতে স্লিপ লাগে এবং অনেক কিছু দেখা হয়। কিন্তু এতো কিছুর পরও কিভাবে চুরি হয় তা বুঝতেছি না। অবশ্যই এখানে সংঘবদ্ধ শক্তিশালী চক্র এ ঘটনায় জড়িত রয়েছে। পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরা ফুটেজ দেখতেছি। বাচ্চা উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।
0 Comments
Your Comment