চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ‘ঋণগ্রস্ত’ যুবক

টাঙ্গাইলের মির্জাপুরে নিরুপম রাহা (৪০) নামে ঋণগ্রস্ত এক ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার বিকেলে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উপজেলার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নিরুপম রাহা উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের নিমাই রাহার ছেলে। জানা যায়, নিরুপম রাহা আর্থিক অনটনে ঋণগ্রস্ত হলে মাদকাসক্ত হয়ে পড়েন। নিলফামারী চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি একপ্রেস ট্রেন বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় পৌঁছলে নিরুপম রাহা ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিরুপম রাহার চাচাতো ভাই উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের সচিব সুজন কুমার বলেন, আর্থিক অনটনে ঋণগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়েছিলো। মির্জাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।

0 Comments

Your Comment