চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে তিন উপজেলার ১৮৪ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে ভোটের ধীরগতি নিয়ে অভিযোগ রয়েছে ভোটারদের। আর প্রার্থীরা বলছেন উৎসবমূখর পরিবেশে ভোট চলছে। আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রার্থীরা। এবারের নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন অংশ নিচ্ছেন। এরমধ্যে ৬ জন রয়েছেন বিএনপির। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে অংশ নিয়েছেন তারা। এ জন্য দল থেকে তাদের বহিস্কার করা হয়।
0 Comments
Your Comment