চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিজিবির গুলিতে আব্দুল্লাহ (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের মৃত নজরুল ইসলামের ছেলে। সোমবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। নিহত আব্দুল্লাহ পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষীণপাঁকা নিশীপাড়া গ্রামে বসবাস করছিল। নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন এবং পাঁকা ইউপির সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, সোমভার ভোরে আব্দুল্লাহসহ কয়েকজন গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা গুলি করে। এসময় আব্দুল্লাহ চোখে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং ঘটনাটি সোমবার দিবাগত রাতে জানাজানি হয়। এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুজ্জামান বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে।
0 Comments
Your Comment